শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা দক্ষিণ পাড়া (ঝাল পাড়া) গ্রামের পাইলিং মিস্ত্রী শিবলু মিয়া (২২)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। সে ঝালপাড়া গ্রামের ফজল মিয়ার পুত্র।
নিহতের পরিবারের সূত্রে থেকে জানা গেছে, শিবলু মিয়া আজ দুপুরে নিজ শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তার মা দুপুরে খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে ঘরের শারকের সাথে ঝুলে আছে। পরে তার মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসে এবং চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ফজল মিয়ার পুত্র শিবলু মিয়ার আত্মহত্যার খবর শুনেছি। সে কেন আত্মহত্যার মতো এমন ঘটনা ঘটালো তা বুঝা বা বলা মুশকিল। পুলিশি তদন্তে আত্মহত্যার আসল কারন জানা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের এসআই বিপ্লব মোহন্ত জানান, চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের আওতাধীন চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামে গলায় ফাঁস দিয়ে পাইলিং মিস্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নকলা থানায় নেওয়া হয়েছে। সুরতহাল রেকর্ট করে বিষয়টিকে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে সে কেন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এবিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে বলে এসআই বিপ্লব মোহন্ত জানান।