বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) সন্ধায় শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে পুকুরের পানিতে ডুবে লামিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি ওই এলাকার রিয়াজ উদ্দিনের কন্যা এবং স্থানীয় এক মাদরাসার ৩য় শ্রেনির শিক্ষার্থী।
গ্রামবাসী ও পুলিশের তথ্য থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ধনাকুরশা এলাকায় জনৈক আপেলের বাড়ির পার্শ্বের ডোবাতে শিশু লামিয়া গোসল করতে নেমে পানিতে ডুব দিলে পানির নিচে তলিয়ে যায়। ডোবার পাড়ে থাকা তার সহপাঠী হাফিজা খাতুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশি আবু রায়হানসহ অন্যান্যরা ডোবার পানিতে থেকে লামিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু লামিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায় ডোবার পানিতে ডুবে লামিয়া নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সংক্রান্তে পরবর্তি আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।