শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, মুসুর, মুগ, খেসারী, পেঁয়াজ ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্ণবাসন প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০০০ হাজার জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শেরপুর জেলার নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এবং কৃষি কর্মকর্ত কৃষিবিদ শাহারিয়ার মোরসালিন মেহেদী।
সরিষা চাষীদের উদ্দেশ্যে কৃষি কর্মকর্তা বলেন, আমরা আপনাদের যে পরিমান বীজ দিয়েছি তা আপনারা এক বিঘা জমিতে বুনতে পারবেন।যারা এই প্রণোদনা পাচ্ছেন আপনারা ঠিক মত এই বীজ সঠিক ভাবে রুপন করছেন কিনা তা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসার গন তদারকি করবে। তাই আপনারা এই বীজের সঠিক ব্যবহার করুন। ডিএপি ও এমওপি সার ছাড়াও প্রয়োজন অনুযায়ী জীপসাম ব্যবহার করতে হবে।
এছাড়াও প্রতি বিঘা জমিতে ১ কেজি করে বোরণ সার অবশ্যই ব্যবহার করতে হবে। তা না হলে দানা পুষ্ট হবে না, গাছও ছোট হবে। ফলে ফলনও ভালো হবে না।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনারা চাষাবদের ক্ষেত্রে যদি কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখেন তাহলে ভালো বীজ সংগ্রহ করতে পারবে এবং তাদের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করলে ফলনও ভালো পাবেন।