শেরপুর জেলার ১৬ জন নারী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তারা দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে, দলীয় সূত্র থেকে জানা গেছে।
মনোনয়নপত্র সংগ্রহের ১৬ জন নারী বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা ও উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নবীন ও প্রবীণ নেত্রী।
এদের মাঝে উল্লেখযোগ্যরা হলেন, দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভিন মুন্নি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক সাবিহা জামান শাপলা, সদর উপজেলার দুর্গা নারায়নপুর এলাকার বাসিন্দা প্রয়াত পুলিশ কর্মকর্তা সেরনিয়াবাদ আব্দুল ওয়াদুদের মেয়ে ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সদস্য সুরভী সেরনিয়াবাত, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি রবেতা ম্রং,পৌর যুব মহিলা লীগের সভাপতি সিতারা পারভিন,নকলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু প্রমুখ।
এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শেরপুর জেলার কে সংসদ সদস্য হবেন এ নিয়ে জনমতের জল্পনা কল্পনা ও আলোচনা চলছে । এখন পর্যন্ত শুধু একবার দশম জাতীয় সংসদে শেরপুর থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দেওয়া হয়।