মহাসড়কে ঝরে গেল দুটি তাজা প্রাণ। ৩ জুলাই (বুধবার) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কায় যাত্রীবাহী বাসের সুপারভাইজার ও এক নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই যাত্রী।মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামানের ভাষ্য মতে আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার গোড়াই শিল্প এলাকায় মিল গেইটের সামনে এ ঘটনা ঘটে।দূর্ঘটনায় নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) এবং বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।দূর্ঘটনা কবলিত এলাকাবাসীদের তথ্যমতে এসআই আনিসুজ্জামান জানান, নীলফামারী থেকে অনিতা পরিবহন নামের একটি বাস ঢাকায় যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসের সামনের গ্লাস ভেঙে বিদ্যুতের খুঁটির আঘাতে সুপারভাইজার ও এক নারীর মৃত্যু হয় এবং আহত হয়েছেন আরও দুই যাত্রী।মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।