ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রবীণ সাংবাদিক স্বপন কুমার ভদ্র এর খুনিদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার (১৭অক্টোবর) ময়মনসিংহ-শেরপুর মহা সড়কের তারাকান্দা বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক রফিক বিশ্বাস (মানব জমিন),নাজিম উদ্দীন (যুগান্তর), নাজমুল হক ( আমাদের সময়), এনামুল হক (খোলা কলম প্রতিদিন), তৌকির আহমেদ শাহীন (দৈনিক জনতা),আবু সাঈদ (ভোরের অপেক্ষা),মাসুদ রানা (দৈনিক খবরপত্র),জাহাঙ্গীর আলম (দৈনিক ভোরের চেতনা) ও সাবেক সেনা কর্মকতা আব্দুল মালেক আর্মি প্রমূখ। মানববন্ধনের বক্তব্যে বক্তরা বলেন, সাংবাদিক স্বপ্ন ভদ্র হত্যায় জড়িত সকল খুনিদের ফাঁসির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য: গত শনিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় দিকে নিজ বাড়ির সামনে খুনিরা সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা করে।