ময়মনসিংহের তারাকান্দায় গোপন বৈঠকের সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার ৫ নং বালিখাঁ ইউনিয়নের পাঁচজন ইউপি সদস্যকে গ্রেফতার করেছে।
আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে বালিখাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের বাড়িতে গোপন বৈঠনের সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বালিখাঁ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার নূরুল আমিন সরকার (৫৫), ৩নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম (৫২), ৪নং ওয়ার্ড মেম্বার ফয়সাল আহমেদ ছফির (৩৮), ৫নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম (৩৮) ও ৯নং ওয়ার্ড মেম্বার হামিদুল ইসলাম (৪০)।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিখাঁ ইউপি চেয়ারম্যান শামসুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে এই ৫ ইউপি সদস্যকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদেরকে তারাকান্দা থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে (১০ নভেম্বর) নূর হোসেন দিবসকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে গোপন মিটিংয়ের অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ইউপি সদস্যদের ১০ নভেম্বর বিকালে তারাকান্দা থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।