আজ ১২ আগষ্ট ২০২৪ (সোমবার) নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একদল মেধাবী শিক্ষার্থীর উদ্দ্যোগে শেরপুরের, নকলা উপজেলার, চন্দ্রকোনা ইউনিয়নের বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
বেলা ১১ টার দিকে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীরা প্রথমে চন্দ্রকোনা কলেজে যাই, আগ্রহের সাথে মনোযোগ দিয়ে চন্দ্রকোনা কলেজের কোনায় কোনায় পরিস্কার করে। তারপর পর্যায়ক্রমে চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার যোগ্য চলে। এভাবে পর্যায়ক্রমে চন্দ্রকোনা বাজারের বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেন।
এ বিষয়ে জানতে চাইলে শারমিন সুলতানা বলেন, আজ আমরা দুইটি উদ্দ্যোগ হাতে নিয়েছি প্রথমোতো চন্দ্রকোনার বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপর সন্ধ্যা ৭ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করবো। তিনি আরো বলেন, আমরা তরুনরা মিলে ময়লা আবর্জনা পরিষ্কারের সাথে সাথে দেশ থেকে দুর্নীতি, ঘুষ, স্বৈরাচার কে পরিস্কার করে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়বো।
এই বিষয়ে জানতে চাইলে, চন্দ্রকোনা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আজাদ স্যার বলেন, তরুণরা খুবই দারুন উদ্দ্যোগ নিয়েছে, আমি তাদের উদ্যোগকে সর্বদা স্বাগত জানাই। তারাই তো এই দেশটাকে বিশ্বদরবারে তুলে ধরবে এবং সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়বে।