শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

টাকার জন্য ‘মা’ নামের ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে কুলাঙ্গার ছেলে

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
জুলাই ৫, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা জেলার লাকসামে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে ৯০ বছরের বৃদ্ধা মাকে হত্যার ঘটনা‌ ঘটিয়েছে বাহার উদ্দিনকে (৫৫) নামের কুলাঙ্গার ছেলে। অভিযুক্তকারি ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত নুরজাহান বেগম (৯০) এলাইচ গ্রামের মৃত মৌলভি হাবিবুর রহমানের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাহার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। প্রায় সময় তিনি টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। ৫ জুলাই (শুক্রবার) বিকল সাড়ে ৩টার দিকে তিনি তার মায়ের কাছে কিছু টাকা চান। মা নুরজাহান বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত বাহারকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে, লাকসাম থানার ওসি সাহাব উদ্দিন খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযুক্ত বাহারকে আটক করা হয়েছে এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - Uncategorized