অতি বর্ষণ আর ভারতের মেঘালয় রাজ্যে থেকে নেমে আসা স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢলের পানিতে লন্ডভন্ড হয়ে পড়ে শেরপুরের ৪উপজেলা। এরমধ্যে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় ক্ষতিগ্রস্তের পরিমাণ বেশী। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বানভাসি ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে এগিয়ে আসেন স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন। যাহা চলমান রয়েছে। এরি ধারাবাহিকতায় বিবেকের তাড়নায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সামান্যতম সহযোগীতা করতে এগিয়ে আসেন ঝিনাইগাতী বাজারের ঔষধ ব্যবসায়ী শাফি মেডিকেল হলের মালিক মো. শাহ জালাল।
জানা গেছে, তিনি উপজেলার দুধনই ও তালতলা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত্র পরিবারগুলোর বাড়ী বাড়ী স্ব- শরীরে গিয়ে প্রত্যেক পরিবারকে সহমর্মিতা জানানো সহ ৩কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি আলু, আধা কেজি লবন, আধা লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট বিস্কুট, ২শত করে নগদ টাকা এবং প্রয়োজনমতো প্যারাসিটামল, মেট্রোনিডাজল, সিটিরিজিন ট্যাবলেট ও খাবার স্যালাইন প্রদান করেন। তার এই ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানান বন্যায় ক্ষতিগ্রস্ত্র পরিবারগুলো।
ঔষধ ব্যবসায়ী শাফি মেডিকেল হলের মালিক মো. শাহ জালাল এই প্রতিনিধিকে জানান, আমি নিজেও বন্যায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপরেও আমি আমার বিবেকের তাড়নায় আমার সামান্য অর্থ দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়াতে চেষ্টা করেছি। ভবিষ্যতেও যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত্রদের পাশে থাকার চেষ্টা করবো- ইনশাল্লাহ।