পিয়ারপুর (জামালপুর জেলা) থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।পিয়ারপুর রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল মমিন জানান, দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৫৬ নাম্বার ডাউন লোকাল ট্রেনটি পিয়ারপুর রেলস্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পর লুপলাইন থেকে মেইন লাইনে ওঠার সময় তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পাওয়া মাত্র ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ চলমান আছে বলে জানান তিনি।