চলতি বছরের জানুয়ারি মাসে ২০৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৮৩ জন কন্যা এবং ১২৬ জন নারী। বুধবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছে।
মহিলা পরিষদ জানিয়েছে, ৮ জন কন্যাসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ও ২ জন কন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়াও ৭ জন কন্যাসহ ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
Close Player
৮ সপ্তাহব্যাপী অনলাইন কোর্স চালু করল ব্রিটিশ কাউন্সিল
যৌন নিপীড়নের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৪ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন কন্যাসহ ৫ জন। বিভিন্ন কারণে ৮ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ১টি। এসিড দগ্ধের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৫ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন। এরমধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৪ জন, এরমধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৮ জন, এরমধ্যে ২ জন কন্যা। ৩ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে।
এ ছাড়াও ৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে, এরমধ্যে ১ জন কন্যা। ৬ জন কন্যাসহ ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৩ জন কন্যাসহ ৪ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। ৩ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৪টি। এছাড়া ৩ জন কন্যাসহ ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।