পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শিমুলতলা বাজারে যান আবদুল হাই। ওই সময় তার ছোট ভাই আবদুর রশিদের সঙ্গে পুরোনো বিরোধ নিয়ে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ছোট ভাই আবদুর রশিদ ছুরিকাঘাত করেন বড় ভাই আবদুল হাইকে। এতে ঘটনাস্থলেই আবদুল হাইয়ের মৃত্যু হয়।
উপজেলার শিমুলতলা বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো আবদুল হাই করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের প্রয়াত আবদুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মাঝিরকোণা গ্রামের আবদুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার ছোট ভাই আবদুর রশিদের বিরোধ চলছিল। একপর্যায়ে আবদুল হাই ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন। কয়েক দিন আগে বাড়িতে ফিরে আসেন তিনি।
গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শিমুলতলা বাজারে যান আবদুল হাই। ওই সময় তার ছোট ভাই আবদুর রশিদের সঙ্গে পুরোনো বিরোধ নিয়ে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ছোট ভাই আবদুর রশিদ ছুরিকাঘাত করেন বড় ভাই আবদুল হাইকে। এতে ঘটনাস্থলেই আবদুল হাইয়ের মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’