ছোট ফেনী নদীর ভাঙনে পালটে যাচ্ছে সোনাগাজীর মানচিত্র।ভয়াবহ বন্যায় পানির তীব্র স্রোতে মুছাপুর ক্লোজার ভেঙ্গে যাওয়ায় সোনাগাজী কাজীরহাট সংলগ্ন কাজির হাট টু বাংলা বাজার এর একমাত্র রাস্তা দাসপাড়া এলাকার বসত-বাড়ি এবং রাস্তাঘাট ভেঙ্গে নদীতে বিলীন হচ্ছে গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীনের পর ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে ফেনীর সোনাগাজী উপজেলার মানচিত্র দিন দিন ছোট হয়ে আসছে। ফসলি জমি,ঘরবাড়ি,রাস্তা-ঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন আতঙ্কে আনেকে ঘর-বাড়ি ছেড়ে গেছেন। কেউ কেউ ভবন ভেঙে রড ও আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন।একের পর এক বাড়ি হারাচ্ছে এই জনপদের বাসিন্দারা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপজেলাকে বাঁচাতে হলে মুসাপুর রেগগুলেটরটি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণ করতে হবে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন,নদী ভাঙনের বিষয়টি জেনেছি।পাউবোসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। মুসাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হওয়ার পর দুই উপজেলার বাসিন্দারাই নদী ভাঙনের কবলে পড়েছেন। আগ্রাসী নদী ভাঙনের ফলে দুই উপজেলার বাসিন্দাদের মাঝে নতুন আতঙ্ক শুরু হয়েছে।