ফেনীর ছাগলনাইয়া বাসীর প্রানের দাবি আজিজিয়া মাদ্রাসা সংলগ্ন হাসপাতালের রাস্তা খুলে দেওয়া।ছাগলনাইয়ার উপজেলার দক্ষিণ অঞ্চল এবং থেকে বাজার এবং আশেপাশের মানুষের জন্য এই রাস্তা ছিল হাসপাতাল এবং থানায় যাতায়াতের মাধ্যম।কিন্তু বিগত সময়ে কিছু কুচক্রী মহলের কারনে প্রসাশন রাস্তাটি বন্ধ করে দেয়।পশ্চিম ছাগলনাইয়া বাসির স্মরণে আছে যে ছাগলানাইয়া সরকারি হাসপাতালের পশ্চিম পাশে আজিজিয়া মাদ্রাসার পাশে একটা সুন্দর রাস্তা ছিলো যা দুই দশক আগে কিছু অসাধু ব্যবসায়ী তাদের ক্ষমতার অপব্যবহার ও তাদের ব্যবসার মুনাফার জন্য সন্ত্রাসী কার্যক্রম করে রাস্তা বন্ধ করে দেয়।যার পরিপেক্ষিতে পশ্চিম ছাগলনাইয়া ও বাজার কেন্দ্রীক প্রায় ৩০০০০ মানুষ এবং ছাগলনাইয়ার দক্ষিন অঞ্চলের অগনীত মানুষ একজন মুমূর্ষু রুগি নিয়ে বাজার হয়ে হাসপাতালে যেতে হলে মিনিমাম ১০ মিনিট এর উপরে সময় নস্ট হয়।যার কারনে অনেক রুগির প্রানহানী সহ আরো বিপদগ্রস্ত ও যানজটের হয়রানির শিকার হতে হয়।এই হয়রানি বন্ধ করতে হলে আমাদের এই সাবেক রাস্তা পুনো উদ্ধার সহ এই বৈষম্যের শিকার থেকে এলাকাবাসীকে তথা ছাগলনাইয়াবাসীকে রক্ষা করতে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকলের সহযোগিতা কামনা করেন পশ্চিম ছাগলনাইয়া সহ দক্ষিণ অঞ্চল এর সাধারণ মানুষ।সবাইকে এক হয়ে এই সামাজিক কাজে সহায়তা করার জন্য আহবান জানান ছাগলানাইয়া এলাকবাসি।