শেরপুর জেলা নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল।
০৫ মার্চ মঙ্গলবার চন্দ্রকোনা বাজার কেন্দ্রীয় বড় জামে মসজিদ সংলগ্ন মাঠে বাদ আছর শুরু হয়ে মধ্য রজনী পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেনঃ মাওলানা মুখলিছুর রহমান সাহেব,কায়েৎটুলী,ঢাকা,মুফতি এসহান ইবনে মাসউদ,রংপুরী,মুফতি আব্দুল জলিল কাসেমী,নকলা,মুফতি মুখলিছুর রহমান,তারাকান্দা,প্রমুখ।
এছাড়াও স্থানীয় উলামা-মাশায়েখগণ বয়ান পেশ করবেন।
সম্মেলনে সভাপতি পালন করবেন মুফতি ফিরদাউস ওয়াহেদী,ইমাম ও খতিব,অত্র মসজিদ ও শিক্ষা সচিব নকলা দারুল উলুম মাদ্রাসা,নকলা,শেরপুর।
আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ নজরুল ইসলাম,সচিব,(অব.)সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন,জনাব মোঃ কামরুজ্জামান (গেন্দু) সাহেব,চেয়ারম্যান,৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ,নকলা,শেরপুর ,জনাব মোঃ সাজু সাঈদ সিদ্দিকী সাহেব,সাবেক চেয়ারম্যান,৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ,নকলা,শেরপুর ,জনাব মোঃ মোখলেছুর রহমান,সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন শাখা ,জনাব মোঃ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল,সাবেক চেয়ারম্যান,৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ নকলা,শেরপুর ,জনাব মোঃ মিজানুর রহমান মিন্টু,সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন শাখা।
ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন চন্দ্রকোনা বাজার কেন্দ্রীয় বড় জামে মসজিদ এর কমিটির পক্ষে সভাপতি জনাব মোঃ শামীম ফরাজী ও অত্র মসজিদ এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল ওয়ালেক।