ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা ( গ্রামাউস) এর নগুয়াস্থ সমৃদ্ধি শাখায় পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, গ্রামাউস এর পরিচালক ফজলুর রহমান প্রমুখ। গ্রামাউসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। গ্রামাউসের নিজস্ব পুকুরে পোনা মাছ ছেড়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিক মোঃ খলিলুর রহমান সাংবাদিক এটি এম রবিউল করিম রবি।