ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘গ্রামীণ জনউন্নয়ন সংস্থা’ নামে এক এনজিওর বিরুদ্ধে।
গত শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার চরমানিকা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইচা “গ্রামীণ জনউন্নয়ন সংস্থা” থেকে ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। সপ্তাহে ২৫শ টাকা কিস্তি, এখন পর্যন্ত ১৩টি কিস্তি পরিশোধ করেছি।
হঠাৎ কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার শামীম আমার একটি গাভি গরু ছিনিয়ে নেন তারা। নিষেধ করলেও তারা আমার কথা শুনেনি। গাভিটির ৪ মাসের একটি বাচ্চা রয়েছে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে “গ্রামীণ জনউন্নয়ন সংস্থার” ম্যানেজার মো: শামীম বলেন, কিস্তির টাকা পাওনা থাকায় গরু নিয়ে আসছি আমরা।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চরফ্যাশন থানার ওসি সাঈদ আহমেদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।