কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ এলাকায় নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক সীমানা স্থাপনের কাজ চলছে।
আজ বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস এর দক্ষিণ পাশে নদী সংলগ্ন বিআরডব্লিও কর্তৃক ৪টি সীমানা পিলার স্থাপনের কাজ পরিদর্শন করেন। এদের মাঝে ৩টি সম্পন্ন হলেও একটি সীমানা খুঁটি বাকি রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো আলাউদ্দিনসহ হা-মীম গ্রুপের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।