গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন এর পানজোরা জোড়া পাম্প এলাকার কালব রিসোর্ট এর পাশে জৈনক মোমেন এর মুদির দোকানের সামনে থেকে মাদক দ্রব্য হিরোইন ক্রয়- বিক্রয় কালে ৫ গ্রাম হিরোইন সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার কৃত আসামীরা হলো কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন এর পানজোড়া সুকপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে নাজমুল মিয়া(৪০), পানজোড়া দক্ষিণপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিন এর ছেলে জামান মিয়া(৩৫), পানজোড়া সুকপাড়া এলাকার মৃত আবুল হোসেন এর ছেলে জাকির হোসেন(৪০)। এ সময় মাদক দ্রব্য হিরোইন ক্রয়- বিক্রয় কালে তাদের তল্লাশি কালে তাদের কাছে মোট ৫ গ্রাম হিরোইন পাওয়া যায়, যাহার মূল্য অনুমান ২০,০০০/- টাকা।
জানা যায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৪: ৩০ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্প এর এস আই ফুরকান খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কালে ৫ গ্রাম হিরোইন তাদের আটক করে। মাদক বেচাকেনা হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(০১) সারণির ৮(খ)- মামলা নং ২১ তারিখ- ২১/১১/২৪ ইং, রুজু করা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান,আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।