আসুন মাদক কে না বলি,মাদক মুক্ত কালীগঞ্জ গড়ি,মাদকের ভয়াল থাবা থেকে কালীগঞ্জের যুব সমাজকে মুক্ত করতে মাদক বিরুদ্ধী অভিযান এর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার, কালীগঞ্জ পৌর এলাকার মূলগাও গ্রামের আরএফএল ফ্যাক্টরির পশ্চিম প্বার্শে মূলগাও গ্রাম থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার কৃত আসামী হলো কালীগঞ্জ থানার মূলগাও গ্রামের দিলীপ বর্মন এর ছেলে তপু বর্মন ৩০, এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (১৬ নভেম্বর) বিকাল প্রায় সোয়া ৫টার দিকে মূলগাও এলাকার আরএফএল ফ্যাক্টরীর পশ্চিম প্বার্শে রাস্তার উপর থেকে ২৫ টি ইয়াবা ট্যাবলেট তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। মাদক বেচাকেনা হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ সনের ১০(ক) ধারায় আটক আসামির বিরুদ্ধে ২২(১১)২৪ ইং মামলা করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে। এবং আসামি কে রবিবারে কোর্টে চালান করা হবে।