গাজীপুরের কালীগঞ্জে জেলিযুক্ত গলদা ও বাগদা চিংড়ি বিক্রির অপরাধে হরে রাম নামে এক মৎস বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।
মৎস্য ও মৎস্য পণ্য ( পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর আওতায় ওই মৎস্য বিক্রেতাকে এ অর্থ দণ্ড প্রদান করা হয়। এরপর জব্দকৃত ১৬ কেজি চিংড়ি বাজারে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবল ইসলাম।