গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে ১টি মামলায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় ফুলদী গ্রামের ইউসুফ ভূইয়ার ছেলে হাসিব ভূইয়াকে ৫০ হাজার টাকা টাকা জরিমানা আদায় করা হয়।আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন পরবর্তী সময়ে ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।