বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কালীগঞ্জে বিএনপি ও ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, থানা বিএনপির সহ-সভাপতি রফিজুল ইসলাম দর্জি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, থানা বিএনপির সহ-সভাপতি মো. মোর্শেদ আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু এর নেতৃত্বে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার হতে হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন শাওন, দপ্তর সম্পাদক এডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব, পৌর বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম কাজল প্রমূখ।বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমঞ্চয়ক রানা সরকার, রিহাম হোসাইন, রিয়াদ চৌধুরী, মাহফুজ আহমেদ ও শারমিন আক্তার এর নেতৃত্বে কালীগঞ্জ সরকালী শ্রমিক কলেজ হতে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমঞ্চয়ক কামরুল হাসান, নাদিমুল ইসলাম ভূইয়া, হাসিবুল হাসান, আবির আহমেদ, শ্যাম ধর, রিফাত, ফয়সাল দেওয়ান, সানজিদ দেওয়ান, শরীফুল ইসলাম, রাশিদুল ইসলাম, রাহাত হোসেন প্রমুখ।

অপরদিকে কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিকেল ৫টায় কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ডে শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুর রহমান সবুজ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুব দলের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন, সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পদক মো. ইয়াছিন মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা ও পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন প্রমূখ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক পনির খন্দকার, উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল শেখ, পৌর ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব সহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় টেঁটা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, ১০ জন আহত

ফুলপুর উপজেলা প্রশাসনিক বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়

মাধবদীতে কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

নানা আয়োজনে ঝিনাইগাতীতে মহান বিজয় উৎযাপন

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সবজি চারা ও ছাগল বিতরণ

কাপ্তাই বাঁধের ১৬ গেট ৬ ইঞ্চি পরিমাণ খুলে দেয়া হবে রাতে

শেরপুরে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি বিগ্রেডিয়ার নাসির

ভূরুঙ্গামারীতে বিজয় দিবসে ফুল দেওয়া নিয়ে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৯

কালীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার