আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম সরকার তোরণ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গনি ভূইয়ার সঞ্চালনায় নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতাউজ্জামান।
পূর্বাচলে শহীদ ময়েজ উদ্দিন আহমেদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ আবুবকর মিয়া, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মো: সাজ্জাদ হোসেন, গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গাজীপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শর্মিলী দাস মিলি, যুব মহিলা লীগ নেত্রী শাহীনুর আক্তার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন, বক্তাপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আকন্দ ফারুক, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সিরাজ মোড়ল, গাজীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তসলিমা রহমান (লাভলী), কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন ভূইয়া, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইব্রাহিম খন্দকার, পৌর আওয়ামী লীগের সদস্য বাবু বাগমার, পৌর আওয়ামী যুব লীগের সহ সভাপতি মোঃ লোকমান হোসেন (পনির), পৌর আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক (শিশির), উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, যুবলীগ নেতা এস এম ইকবাল হোসেন, পৌর শ্রমিক লীগের কার্য নির্বাহী সদস্য মু শফিকুল কবীর, পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু (অমিত) সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল থেকেই শহীদ ময়েজউদ্দিন আহমেদ চত্বরে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে লোকজন সমবেত হতে থাকে। শত শত নারী পুরুষ মতবিনিময় সভাস্থলে আসলে নির্বাচনী মতবিনিময় সভা জনসমুদ্রে জনসভায় পরিনত হয়।সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: আবু বকর মিয়া ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান প্রার্থীর নাম উঠে আসে। পরে মোঃ আবু বকর মিয়া তার প্রার্থীতা স্বেচ্ছায় প্রত্যাহার করে নেওয়ায় এডভোকেট আশরাফী মেহেদী হাসানকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। অপর দিকে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জে চেয়ারম্যান হিসেবে এডভোকেট আশরাফী মেহেদী হাসানকে জয়যুক্ত করার লক্ষ্যে নেতা কর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাঁধ কাঁদ মিলিয়ে কাজ করতে পরামর্শ দেন এবং আগামী সাত দিনের মধ্যে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা করবেন বলে জানান আখতারুজ্জামান। পরে তিনি প্রতিনিধির সাথে আলাপকালে বলেন কালীগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে তৈরী করতে জনগণের নির্বাচিত চেয়ারম্যান পদপ্রার্থী এড্যাভোকেট আশরাফী মেহেদী হাসান এর বিকল্প নেই।জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের সংগঠনকে আবার ঢেলে সাজাতে জনগনকে ঐক্যবদ্ধ করতে আওয়ামী লীগ নেতা কর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। শেখ মজিবুর রহমান এর সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতে হবে। পরিশেষে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকালের জন্য দোয়া মুনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।