গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে কালীগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।” সাম্য সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে ” এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
গাজীপুর -৫ আসনের জামায়াত ইসলামের প্রার্থী গাজীপুর মহানগর আমির খাইরুল হাসান মোটরসাইকেল শোভাযাত্রার নেতৃত্ব দেন। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার সকাল ৯ টায় বক্তারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। পরে উপজেলার নাগরী,তুমলিয়া ইউনিয়ন হয়ে কালীগঞ্জ পৌরসভা অতিক্রম করে বাহাদুরসাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে যায়। সেখান থেকে শোভাযাত্রাটি জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ উপজেলা,বিভিন্ন ইউনিয়ন এবং পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।