মানুষ মানুষের জন্য সময়ের সাথে আগামীর পথে দর্শক নন্দীত চ্যানেল এনটিভি বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।সারা দেশের বন্যা কবলিত এলাকায় ত্রান সামগ্রী নিয়ে মানুষের পাশে দাড়িয়েছে।এই মহৎ উদ্যোগের অংশ হিসাবে ফেনীর বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করেছে।ফেনী সদর থানার বন্যা কবলিত কাজিরবাগ এলাকায় ও সন্ধ্যায় একই উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করেছে।এসব এলাকার অবস্থাপন্ন মানুষ গুলি বন্যার কারনে বসত বাড়ী ডুবে যাওয়ায় খাদ্য সামগ্রী না থাকায় খাদ্যাভাবে দিনাতিপাত করছিলো।নির্ভরযোগ্য সুত্রে খবর পাওয়ায় এনটিভি ত্রান টিম এসব এলাকা গুলিতে ত্রান বিতরনের উদ্যোগ নেয়। এনটিভি ই প্রথম এসব এলাকায় খাদ্য সমগ্রী ত্রান বিতরন করেছে।বিভিন্ন আইটেমের ত্রানের পেকেট পেয়ে মানুষ খুশি।এলাকার মানূষ বলছে এনটিভি মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেখে অন্য টেলিভিশন ও যেন দেশের যে সব এলাকা বন্যা কবলিত হয়েছে সেসব এলাকার দুর্গত মানুষের পাশে দাড়িয়ে মানবতার সেবায় এগিয়ে আসে।