গাজীপুরের কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে কালীগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৪ ডিসেম্বর সকালে কালীগঞ্জ উলামা পরিষদের আয়োজনে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সঙ্গঠন ‘ইসকন’ কর্তৃক মুসলিম আইনজীবি হত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন : মুফতী নাসীর উদ্দিন মাহমুদী । ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন সাইফুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা ও তাওহীদি ছাত্র-জনতা, ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশ করেন।
কালীগঞ্জ উলামা পরিষদ এর সাধারণ সম্পাদক মুফতি ইমদাদুল হকে’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা উলামা পরিষদের সহ সভাপতি মাওলানা মোশারফ হোসেন, প্রিন্সিপাল মদিনা তুল মনোয়ারা নুরানি মাদ্রাসা।মাওলানা ইমরান হোসেন, মাওলানা ইয়াজ উদ্দিন , মাওলানা আবু হানিফ, মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদৌস খান ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ। পরে আইনজীবী সাইফুল ইসলামের রুহের মাগফেরাত কামনাকরে এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়,দোয়া পরিচালালনা করেন মফতি সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে এর মাধ্যমে বিক্ষোভ ও প্রতিবাদ সভাটি সমাপ্ত হয়।