আওয়ামী লীগের কেউ ত্রান বা কোন দিবসকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১০.৩০ মিনিটে ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঘাস ফড়িং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সে সময় মোতাহার হোসেন তালুকদার বলেন, ফুলপুরে বিভিন্ন মামলার আসামী আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও পুলিশ কেন গ্রেফতার করছে না।
গত বুধবার আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতা একত্রিত হয়ে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছে। সেখানে হত্যাসহ অন্য মামলার আসামীও ছিলো। আসামীরা কেন এবং কিভাবে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে তা সাংবাদিকদের মাধ্যমে ফুলপুর থানার ওসি’র কাছে প্রশ্ন রাখেন বিএনপি এই নেতা।
তিনি আরো বলেন আওয়ামী লীগের নামধারী কিছু নেতা ফুলপুরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, যা কোন ভাবেই সহ্য করা হবেনা। বিভিন্ন মামলায় আওয়ামী লীগের উল্লেখ্য যোগ্য নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার করে কারাগারে পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি।
সেসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জেলা কৃষকদল নেতা ওয়াজেদুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।