ময়মনসিংহের ফুলপুর থানার ৮নং রুপসী ইউনিয়নের অসুস্থ চৌকিদার মনোরঞ্জন সিংহের পাশে দাঁড়ালেন মানবিক ওসি মাহবুবুর রহমান। আজ সোমবার (১৫ জুলাই) বেলা সোয়া ৩ টার দিকে চৌকিদারদের প্যারেড চলাকালীন তার স্ত্রীর হাতে চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা তুলে দেন তিনি। এসময় ফুলপুর থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, মনোরঞ্জন উপজেলার পাগলা গ্রামের আগন্দ্র চন্দ্র সিংহের পুত্র । তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। পরে তার স্ত্রী ওসি মাহবুবুর রহমানের নিকট তার অসহায়ত্বের কথা তুলে ধরে স্বামীর চিকিৎসা বাবদ সাহায্য চাইলে ফুলপুর থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ফুলপুর থানার পক্ষ থেকে তাকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তার ভূয়সি প্রশংসা করা হয়।